স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে করোনায় কর্মহীন ও দরিদ্র তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিডিও কনফান্সের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে জেলা প্রশাসক মো. জোহর আলী দরিদ্র মানুষের হাতে চালসহ ৬টি পণ্যের একটি করে প্যাকেট তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি করে তেল, ডাল, লবন ও একটি সাবান। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্সের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, পরিচালক মনিরুল ইসলাম তালুকদার, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও হাফিজ আল মাহমুদ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …