Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঠিকাদারকে মারধর করে চারলাখ টাকা ছিনতাই

ঝালকাঠিতে ঠিকাদারকে মারধর করে চারলাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এক ঠিকারদারকে মারধর করে চারলাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শহরের বাসন্ডা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ঠিকাদার মো. উজ্জল খানকে (৩৭) ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
আহত উজ্জল খান জানান, উত্তরা ব্যাংক ঝালকাঠি শাখা থেকে ঠিকাদারি কাজের বিলের ছয়লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে সারেঙ্গল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। শহরের বাসন্ডা সেতু সংলগ্ন এলাকায় গেলে স্থানীয় মো. বশার নামে এক ব্যক্তি লোকজন নিয়ে তাকে আটক করে। তাঁর কাছে থাকা ছয়লাখ টাকা থেকে চারলাখ টাকা ছিনিয়ে নেয় বশার ও তাঁর বাহিনী। এতে বাধা দিলে তাকে মারধর করা হয়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে সড়কের পাশে ফেলে রাখে বশার বাহিনী। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে রেজিস্টারে লিখিয়ে চলে যায় বশারের এক লোক।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।