Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

ঝালকাঠিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। রবিবার রাতে প্রথমে জেলা প্রশাসক পরে পুলিশ সুপার শহরের মদন মোহন আখড়া বাড়ি, কালীবাড়ি, হরিসভা, পাবলিক হরিসভা, বাগানবাড়ী এবং শ্রীমন্তকাঠী মন্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতা ও ভক্তদের সঙ্গে কথা বলেন। তাদের তাদের কাছে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা।
মন্ডপ পরিদর্শনের সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ, এনডিসি মো.বশির গাজী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবুজর মো. ইজাজুল হক, মাছুমা আক্তার, মাহামুদা জাহান, সমাপ্তি রায়সহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে শহরের মদন মোহন আখড়া বাড়ি মন্ডপে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন রয়েছে তার অনন্য এক উদাহরণ এই শারদীয় দুর্গাপূজা। এখানে সবাই নির্বিগ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন।