স্টাফ রিপোর্টার :
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ স্লোগানে আগামী ২ মার্চ সারাদেশে ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপিত হবে। ঝালকাঠিতে দিবসটি পালনের লক্ষে বুধবার সকালে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে সভাপতিত্ব করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজসহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মার্টকার্ড বিতরণ ও আলোকসজ্জ্বার মাধ্যমে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …