Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন হাজরা ও সিভিল সাজর্ন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।