Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া ও রেডক্রিসেন্ট ইউনিটের সম্পাদক আনোয়ার হোসেন পান্না আলোচনায় অংশ নেন। এসময় সরকারি কর্মকর্তা, রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা, যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …