স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এর পরপরই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা শিশু সমাবেশ, আবৃতি, গল্পবলা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। জেলা প্রশাসন ও শিশু একাডেমী যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া জেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, যথাযোগ্য মর্যাদায় পৃথক ভাবে দিবসটি পালন করছে। এদিকে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। পুস্পার্ঘ অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …