Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট

ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জমে উঠতে শুরু করেছে কোরবানীর পশুর হাট। স্থানীয় হাটগুলোতে ভারতীয় গরু কম থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। তবে গত বছরের তুলনায় এ বছর গরুর দাম অনেকটা চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। পরিবহন ব্যায়, গো খাদ্যের মূল্যবৃদ্ধির কারনে দাম বেশি পরছে বলে জানিয়েছেন গরুর ব্যাপারীরা। পবিত্র ঈদুল আযহার এখনো বেশ কয়েকদিন বাকী থাকলেও ঝালকাঠি জেলায় ৫০টিরও বেশি স্থানে বসেছে পশুর হাট। ইতোমধ্যে ক্রেতা বিক্রেতার সমাগমে হাটগুলো জমে উঠতে শুরু করেছে। সব চেয়ে বড় পশুরহাট বসেছে ঝালকাঠি শহরের গুরুদম, নলছিটির চায়না মাঠ ও রাজাপুরের বাঘরি মাঠে। ৫০ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা মূল্যের গরু উঠেছে হাটে। গত বছরের তুলনায় দাম একটু বেশি হলেও ক্রেতাদের ধারনা বর্তমান চড়া দাম শেষ পর্যন্ত থাকবে না। স্থানীয় খামারে দেশিয় খাবার দিয়ে মোটাতাজা গরুই বেশি পছন্দ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন পরিবহন খরচ বৃদ্ধি এবং চাঁদা মিটিয়ে গরুর দাম বেশি পরে যাচ্ছে। তবে ভারতীয় সীমান্তবর্তীএলাকার গরু কম থাকায় স্থানীয় গরুর এবার দাম ভালো পাওয়া যাবে।দাম নাগালের মধ্যেই পছন্দের গরু কিনে কোরবানি দিয়ে ধর্মীয়রীতি পালন করবেন এমনটাই প্রত্যাশা ঝালকাঠির মুসলিমধর্মাবলম্বীরা। ঝালকাঠি জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলীবলেন, এ বছর ৫৫ হাজার গরুর চাহিদা রয়েছে ঝালকাঠি জেলায়।হাটগুলোতে অসুস্থ পশু বিক্রি বন্ধে প্রাণি সম্পদ বিভাগের নজরদারিরয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, পুলিশের পক্ষথেকে সব ধরণের সহযোগিতা করা হচ্ছে। কোরবানীতে মানুষের সকলনিরাপত্তা দেওয়া হবে। পশুরহাটগুলোতে যাতে কোন অপরাধ না হয়সেব্যাপারে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।