Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ছাত্রী ধর্ষণের মামলায় অভিযুক্ত এক মাদ্রাসা অধ্যক্ষের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার তেরোআনা শাহমাহমুদিয়া সিনিয়র মাদ্রসা চত্বরে এ মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে অভিযুক্ত অধ্যক্ষ এসএম কামাল হোসাইনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
মামলা ও এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ আগস্ট মাদ্রাসা অধ্যক্ষ এসএম কামাল হোসাইন তেরোআনা গ্রামের বাড়িতে নিজ মাদ্রাসার অস্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। দরিদ্র পরিবারের এ মেয়েটিকে দুই বছর নিজের বাড়িতে রেখে যৌন নির্যাতন করে আসছিলেন অধ্যক্ষ কামাল। কিন্তু গত ১৫ আগস্ট সর্ব প্রথম তার স্ত্রীর কাছে বিষয়টি ধরা পড়লে জানাজানি হয়। এ ঘটনায় মেয়েটিকে একদিন আটকে রাখেন অধ্যক্ষ পরিবার। খবর পেয়ে ১৭ আগস্ট পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ঘটনার পর অধ্যক্ষ কামাল পালিয়ে যান। মেয়েটির বাবা অধ্যক্ষ কামালের বিরুদ্ধে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের আইনে সদর থানায় একটি মামলা করেছেন।