Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনে ঝালকাঠিতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রনেতারা বলেন, বর্তমানের উন্নয়নের নাম করে সরকার লুটপাট চালাচ্ছে। বেগম জিয়াকে বন্দি রেখে দুটি ‘প্রহসনের নির্বাচন’ করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। অল্প দিনের মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …