Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শোভাযাত্রা

ঝালকাঠিতে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৯ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্তি জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, সহসভাপতি আক্কাস সিকদার, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত. দুলাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।