Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে গাঁজা উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল অস্ত্র : গ্রেপ্তার ১

ঝালকাঠিতে গাঁজা উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল অস্ত্র : গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার :
গাঁজা উদ্ধারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশের সহযোগিতায় একটি ঘরে অভিযান চালায়। ঘরের ভেতর থেকে ১০ গ্রাম গাঁজাসহ মিলন খলিফা (২৫) নামে এক যুবককে আটক করেন তারা। ঘর থেকে মিলনকে নিয়ে বাইরে বের হয়ে চমকে যায় পুলিশ। উঠানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল ওয়ান সুটারগান। সদর উপজেলার পূর্ব বাউকাঠি গ্রামে আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ঝালকাঠি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একটি অস্ত্র আইনে, অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। মিলনকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক এইচ এম কবির হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানাযায়, সকালে সদর উপজেলার পূর্ব বাউকাঠি গ্রামের মিলন খলিফার ঘরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের সহগযোগিতায় অভিযান চালায়। ভাড়ায় মোটরসাইকেল চালক মিলন খলিফার ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। মিলনের খাটের পাশে পলিথিন মোড়ানো অবস্থায় ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় মিলনকে আটক করা হয়। তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে উঠানে নেমেই পুলিশ চমকে যায়। উঠানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান সুটারগান দেখতে পায় পুলিশ। ওয়ান সুটারগান ও ১০ গ্রাম গাঁজাসহ মিলনকে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় মিলনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শফিকুল আলম। পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার দেখিয়ে ঝালকাঠি থানার উপপরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। মিলন খলিফা পূর্ব বাউকাঠি গ্রামের মৃত শহীদ খলিফার ছেলে।