Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গণগ্রন্থাগারের অনুষ্ঠানে আলোকিত মানুষ হওয়ার আহ্বান

ঝালকাঠিতে গণগ্রন্থাগারের অনুষ্ঠানে আলোকিত মানুষ হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর জীবন ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করে গ্রন্থাগারে বই পড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঝালকাঠিতে সরকারি গণগ্রন্থাগার আয়োজিত অনুষ্ঠানের আলোচকরা। জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান উপলক্ষে মঙ্গলবার বিকালে গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম প্রধান অতিথি এবং সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ডক্টর মোঃ শামীম আহসান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু ছিলেন বিশেষ অতিথি। সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ১০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরমধ্যে ২৩ জনকে পুরস্কৃত করা হয়। অতিথিরা সংশ্লিষ্টদের হাতে পুরস্কারের বই ও সনদ তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে পচাত্তরের পনের আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।