স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তাঁর মুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ঝালকাঠি শহরের কেন্দ্রীয় গোরস্তান মসজিদে শনিবার আছরবাদ মিলাদ ও দোয়ার আয়োজন করে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহসভাপতি কামাল মল্লিক, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন। মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দ্রুততম সময়ের মধ্যে তাঁর মুক্তি দাবি করেন নেতাকর্মীরা।