স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের সরকারি মহিলা কলেজ সড়কে সদস্যসচিবের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, ছাত্রদল নেতা আলী হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন কে এম জুয়েল। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …