স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় ৩২ হাজার ১৪০ জনকে ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি করে মাসে ২২ দিন চাল পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, বিশ্ব বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে। তাই নিন্ম আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ হাসিনার যুগান্তকারি পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক মো.জাহর আলী। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …