Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কোডেকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে কোডেকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, কৃষি কর্মকর্তা মো. খাইরুল ইসলাম মল্লিক, মৎস কর্মকর্তা আ ন ম মুসফিকুর সালেহিন, শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন, কোডেকের নিউট্রিশন কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, উপজেলা নিউট্রিশন অফিসার এস এম লিয়াকত হোসেন, ইউএনএফ মো. আসাদুজ্জামান পান্না, রোজিনা আক্তার, মনির হোসেন। অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।