স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কৃষি ব্যাংকের জেলার ১৫টি শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ঝালকাঠি কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. গোলাম মাহাবুব প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশালের অতিরিক্ত পরিচালক দেবী রানী দে। সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান।
সরকার ১০ টাকা, ৫০টাকা, ১০০টাকার হিসাবধারী প্রান্তিক ও ভ‚মিহীন কৃষকদের, নি¤œ আয়ের পেশাজিবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃ অর্থায়ন স্কীলের আওতায় চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর আঞ্চলিক ও শাখা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ তহবিল সম্পর্কে সম্মুখ ধারণা দেয়ার জন্য সভার আয়োজন করে। বাংলাদেশ কৃষি ব্যাংকে এ কর্মসূচির লিড ব্যাংক হিসেবে মনোনীত করা হয়েছে। এ তহবিল সম্পর্কে ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মুখ ধারণা না থাকায় এবং গ্রাহক পর্যায়ে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির বিষয়ে পর্যাপ্ত প্রচারণা না থাকায় এ তহবিলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে না। এ কারণে বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের নিয়ে এ কর্মসূচি গতিশীল করার জন্য মতবিনিময় সভা হয়। এ কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ঝালকাঠি জেলার চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর সম্মিলিত অংশগ্রহণে আগামী ১৫ জুলাই থেকে ২৭ জুলাই এর মধ্যে সুবিধাজনক সময়ে গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …