Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু

ঝালকাঠিতে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝলকাঠি জেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু হয়েছে। জেলার ৪ উপজেলায় খাদ্য বিভাগকে ১৫শ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে লটারীর মাধ্যমে ১৫শ মেট্রিকটন ধান কেনার জন্য তালিকাভুক্ত ১৫শ জন কৃষক নির্বাচন করেছে। ১ জন কৃষক সর্বচ্চ ১ মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন। খাদ্যগুদামে সর্ব নিন্ম ১৪ ভাগ আদ্রতা থাকা ধান ২৬টাকা কেজি দরে সরকার কিনে নিচ্ছে। কৃষকের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তির পাশাপাশি অভ্যান্তরিণ খাদ্য চাহিদা পূরণের জন্য এ ধান কেনা হচ্ছে। ধান কেনার খাদ্য বিভাগ কৃষককে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে। লটারীপ্রাপ্ত কৃষকরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার সকাল ১১টায়া ঝালকাঠির খাদ্যগুদামে ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আকতার। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছালাম উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …