Latest News
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠিতে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের শিল্পকলা একাডেমির সামনে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি। এসময় তিনি দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান। জেলা প্রশাসক মো. হামিদুল হকের উদ্যোগে ও পরিকল্পনায় এ স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হচ্ছে। ভবন নির্মাণের পর বিদ্যালয়টি যাত্রা শুরু করলে শহরের শিক্ষার্থীরা একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।