স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতাল সভাকক্ষে মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষে গঠিত জেলা কমিটি এ সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্ব করেন। সভায় সংশ্লিষ্ট বিষয়ক তথ্যপত্র উপস্থাপন করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুয়াল হাসান। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারসহ চিকিৎসকরা আলোচনায় অংশ নেন। সভায় করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। করোনা ভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও নিয়ন্ত্রণের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …