স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে সুফিয়া বেগম (৬০) নামে এক নারী ও নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বরশিাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, শনিবার বিকেলে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় রাজাপুরের সুফিয়া বেগমকে। রবিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৮ জুন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় নলছিটির লুৎফর রহমানকে। তাঁর করোনা ধরা পরায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে তিনিও মারা যান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …