Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময়

ঝালকাঠিতে ওয়ার্ড আ.লীগ নেতৃবৃন্দের সঙ্গে পৌর মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। শনিবার বিকেলে শহরের কোর্ট রোডে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন ভাতা দিয়ে মানুষকে সহযোগিতা করছেন। সরকার শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিনামূল্যে বই দিয়ে বিদ্যালয়মুখী করেছেন। ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর পরিকল্পনা অনুযায়ী ব্যাপক উন্নয়ন হচ্ছে। পৌরসভার সবগুলো রাস্তাঘাট, ড্রেন নির্মাণ করা হয়েছে। শহর পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পৌরসভা নির্বাচনে আমি দলের মনোনয়ন চাই। দল আমাকে মনোনয়ন দিলে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমুর দীর্ঘায়ু কামনা করেন। সভায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক বাবুল হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা মো. আবু হানিফ ও দিলীপ কর বক্তব্য দেন। এসময় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …