Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ শনিবার বেলা ১২টায় সুগন্ধা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সুগন্ধা নদীর সূতালড়ী পয়েন্ট থেকে নৌকাবাইচ শুরু হয়ে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার দল প্রথম হয়। দ্বিতীয় স্থান অর্জন করে ঝালকাঠি পৌরসভা দল। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ নদীর দুই তীরে সমবেত হয়ে নৌকাবাইচ উপভোগ করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠির জেলা প্রশাসন এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।