স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে চৌপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ, অ্যাডভোকেট ইদ্রিস আলী খান মামুন উপস্থিত ছিলেন। পৌষের হাড় কাঁপানো শীতে শীতার্ত দুই শতাধিক মানুষ কম্বল নিতে আসেন। কম্বল পেয়ে তারা খুশি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …