Latest News
বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে মাস্ক ও গাছের চারা বিতরণ

ঝালকাঠিতে এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে মাস্ক ও গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :
দেশের জনপ্রিয় দর্শক নন্দিত চ্যানেল এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন প্রধান অতিথি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার। পরে জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সংস্কৃতজন মানিক রায়, এনটিভি দর্শক ফোরামের সভাপতি মিজানুর রহমান টিটু, এনটিভির স্টাফ করেসপনডেন্ট কে এম সবুজ ও সাংবাদিক জহিরুল ইসলাম জলিল। পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার এনটিভির সফলতা কামনা করে বলেন, এনটিভি শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের জনকল্যাণমূলক কাজের পাশাপাশি গ্রামের উন্নয়ন চিত্রও এনটিভিতে তুলে ধরার আহ্বান জানান তিনি। ঝালকাঠি এনটিভি দর্শক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …