স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির করার সময় দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকলে তারা আটক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে জিরোপয়েন্টে অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পেছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভেতরে প্রবেশ করে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পান। দ্রæত তিনি স্থানীয় লোকজনকে খবর পৌঁছে দেন এবং তিনিও ছুটে আসেন। এ সময় এজেন্ট শাখায় ঢুকে দুই চোরকে ধরে গণধোলাই দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ আসলে তাদের কাছে দুই চোরকে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)। এরা দুজনেই চুরি করতে আসার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সংঘবদ্ধ চোরচক্র, তাই এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …