Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

ঝালকাঠিতে একাধিক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একাধিক মামলার আসামী বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের লেশপ্রতাপ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, বজলুর রহমানের বিরুদ্ধে ঝালকাঠি থানায় চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার ঘটনায় দুটি এবং ঢাকায় আরো দুটি মামলা রয়েছে। বজলুর রহমান গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে। তাঁর নামে আদালতের গ্রেপ্তাররি পরোয়ানা ছিল।