Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এইচআইভি এইডস বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে এইচআইভি এইডস বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এইচআইভি এইডস বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় সদর হাসপাতালের সভা কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় ঝালকাঠির সদর হাসপাতাল ও সদর উপজেলার বিভিন্ন স্বাস্থ্য বিভাগের সাব সেন্টারগুলোতে কর্মরত নার্স ও ব্রাদারা ২৫ জন করে দুই ব্যাচে প্রশিক্ষণে অংশগ্রহন করছেন।