স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের উদ্যোগে রাতে বেদে সম্প্রদায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) রাতে শহরের কৃষ্ণকাঠি ও কলেজ মোড় এলাকার বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে কাঠপট্রি, ফায়ার সার্ভিস মোড়, সাধনার মোড়, কাপুরিয়াপট্রি, লঞ্চঘাট এলাকার কর্মহীন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। এছাড়াও রাস্তায় থাকা কর্মহীন মানুষদের মাঝে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন বেদে সম্প্রদায় ও ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত মানুষ।
ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশ পর্যায়ক্রমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী ও যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু। মাসব্যাপী এ কর্মসূচি চলবে বলেও জানান খান আরিফুর রহমান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …