Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঈদুল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ঈদুল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে শিশুদের হাম-নাথ ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আরিফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলাআওয়ামী লীগের ধর্ম বিষয় সম্পাদক মাওলানা মু. আব্দুর রশীদ ও নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. ফোরকান হোসেন।