Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ঝালকাঠিতে ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর থেকে এক হাজার ৩১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে উপজেলার নৈকাঠি বাজার থেকে তাকে আটক করা হয়। বাবু স্থানীয় নাড়িকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর একটি দল নৈকাঠি বাজারে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আতিকুর রহমান বাবুকে আটক করে র‌্যাব। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৩১৫পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল-৮ এর কার্যালয়ে নিয়ে যায়।
বরিশাল র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আনোয়ারুল ইসলাম বলেন, আটককৃত বাবু রাজাপুরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদের পরে রাজাপুর থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।