Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে হত্যা ও চাঁদাবাজী মামলার আসামি সালমান শরীফ ওরফে সোহাগ শরীফ (২৫) নামে এক যুবককে ৫০পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের কুমারপট্টি খান সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সালমান শরীফ ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ মানপাশা গ্রামের আলম শরীফের ছেলে।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. এনামুল হোসেন বলেন, সালমান শরীফ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগ পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সালমান। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশী করে ৫০পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। সালমানের নামে ঝালকাঠি সদর থানায় হত্যা, চাঁদাবাজীসহ তিনটি মামলা রয়েছে। আটক যুবক সালমানকে মঙ্গলবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …