Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

ঝালকাঠিতে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ফরিয়াপট্টি এলাকায় ব্যাংকের ঝালকাঠি শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ কে এম ইয়াকুব হোসাইন, অধ্যক্ষ আব্দুল মালেক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসার হাদিস বিভাগের চেয়ারম্যান ডক্টর মাওলানা মো. আবুবকর সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ঝালকাঠি শাখা ব্যবস্থাপক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল জোনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আবদুস সালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. মাহাবুব হোসাইন।