Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইউপি সদস্যর বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ

ঝালকাঠিতে ইউপি সদস্যর বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বরস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের বাসা থেকে মজুদকরা ত্রাণের আড়াই টন চাল জব্দ করেছে জেলা প্রশাসন। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাসান অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় ইউপি সদস্য মনির। চালগুলো করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য বরাদ্দ করা হয়েছিল। রাতে সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে দিকে প্রশাসনকে জানালে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক জোহর আলী জানান, সরকারি চাল, কিন্তু অন্য প্যাকেটে ভরা হচ্ছিল। চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হয়েছে।
ইউপি সদস্যের মা জানিয়েছেন, চালগুলো কয়েকদিন আগে এনে রাখা হয়েছিল। এ চালগুলো মনির নিজের টাকায় কিনে এনেছে। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র ও প্রমান দেখাতে পারেনি পরিবারের কেউ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে

স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …