Latest News
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ।। ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আ.লীগ প্রার্থী খান আরিফের গণসংযোগ

ঝালকাঠিতে আ.লীগ প্রার্থী খান আরিফের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আরিফুর রহমান রবিবার গণসংযোগ করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পোনাবালিয়া ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে গণসংযোগ করেন। দুপুরে মোহদীপুর সেতু এলাকা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পুরো ইউনিয়ন ঘুরে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন খান আরিফুর রহমান। এসময় বিভিন্ন বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার, পোনাবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাসার খান, জেলা আওয়ামী লীগ নেতা প্রার্থীর মুখপাত্র ও পোনাবালিয়া ইউনিয়নের সমন্বয়ক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা। এসময় খান আরিফুর রহমান আগামী ২৪ মার্চ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান। নৌকা প্রতীক গণমানুষের এবং উন্নয়নের প্রতীক উল্লেখ করে খান আরিফ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি নির্বাচিত হলে সদর উপজেলার উন্নয়নে আমির হোসেন আমুর মাধ্যমে কাজ করার আশ্বাস দেন। পরে নয় রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।