স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন আয়শা খাতুন স্মৃতি সংঘ। বুধবার সকালে সংগঠনটির সদস্যরা শহরের কালীবাড়ি সড়কে বড় বাজার এলাকায় চাল, ডাল, আলু ও নগদ অর্থ বিতরণ করে। সংগঠনের সভাপতি ও জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক শহরের রিকশাচালক, দিনমজুরসহ শ্রমজীবী কর্মহীন শতাধিক দরিদ্র মানুষের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ খান, যুগ্মসাধারণ সম্পাদক সুভাষিশ সেনগুপ্ত, দপ্তর সম্পাদক অপূর্ব নারায়ণ, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার রিফাত উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …