স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর দেওয়া খাদ্যসামগ্রী উপহার ছাত্রলীগ কর্মীদের বিতরণ করেছে। শনিবার বিকেলে শহরের আমতলা মোড়ের সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ। পরে ছাত্রলীগ কর্মীদের হাতে খাদ্যসামগ্রী উপহার তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক বলেন, আমির হোসেন আমু আমাদের রাজনৈতিক অভিভাবক। তিনি ছাত্রলীগের কর্মীদের জন্য ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন। আমরা তৃণমূলের শতাধিক কর্মীকে এ খাদ্যসামগ্রী তুলে দিয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের নেতা, সবসময় ছাত্রলীগকে ভালবাসেন। তাঁর প্রতি আমরা ঋণি ও কৃতজ্ঞ। জেলা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী প্রাণপ্রিয় নেতা আমির হোসেন আমুর পাশে আছে এবং থাকবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …