Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা সভাকক্ষে ‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদের ভ‚মিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার ও সরকারি কলেজের শিক্ষক সানোয়ার আলম সিকদার পৃথকভাবে তথ্যপত্র উপস্থাপন করেন। সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও এনজিও ভিসিডিএস’র নির্বাহী পরিচালক আব্দুল গাফফার খান আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন- সহকারী কমিশনার উম্মে কুলসুম রুবি। বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …