Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনে ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত তথ্যমেলা উদ্বোধন করেন তিনি। এছাড়া তিনি দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন। জেলা প্রশাসন-সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। উপজেলা দুপ্রকের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুল আলম খান বাহার, মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …