Latest News
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ।। ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। টুর্নামেনেন্টে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,  সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল জব্বার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম।