Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আতশবাজি উৎসব

ঝালকাঠিতে আতশবাজি উৎসব

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ করায় ঝালকাঠিতে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসব উপভোগ করেন। নানা রঙের আতশবাজিতে ঝালকাঠির আকাশ সজ্জিত হয়ে ওঠে। আতশবাজির মুহূর্মুহূ শব্দে প্রতম্পিত হয়ে ওঠে পৌর এলাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই মাইকিং করে জানানোর ফলে এ ঘটনায় কেউ আতঙ্কিত হয়নি। সবাই মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল ৩০ মিনিট। ২৫০টি আতজবাজি ফোটানো হয় রাতের আকাশে। মেঘলা আকাশে কিছুক্ষণের জন্য তাঁরার ঝলক এনেছিল আতশবাজি। আতশবাজি উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

ছবিতে আতশবাজি :