Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আগুনে পুড়েছে দুটি দোকান

ঝালকাঠিতে আগুনে পুড়েছে দুটি দোকান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বারইকরন খেয়াঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠান। সোমবার রাতে অগ্নিকাÐের ঘটনা ঘটে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায়, রাত একটার দিকে তাজেল ফকিরের হোটেল থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মিজু হাওলাদারের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে পানি ঢেলে নিভিয়ে ফেলে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠান দুটি। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুই ব্যবসায়ী।
ব্যবসায়ী তাজেল ফকির জানান, বিদ্যুতের সর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার কারনে প্রায় ২০টি প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। নলছিটির ফায়ার সার্ভিসে ফোন দিলেও তারা ঘটনাস্থলে আসেনি বলেও অভিযোগ করেন তিনি।
নলছিটি ফায়ার সার্ভিসের লিডার মেহেদী হাসান বলেন, অল্প সময়ের মধ্যেই আগুন নিভে গেছে। তাই আমাদের ঘটনাস্থলে যেতে হয়নি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …