Latest News
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ ।। ১৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / রাজনীতি / ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিল্পমন্ত্রীর মতবিনিময়

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শিল্পমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার বিকেলে গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে সভায় ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, একটি সরকারের দায়িত্ব থাকে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। আজকে সেই দায়িত্বটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরোপুরি পালন করছেন। তাই শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দারিদ্র বিমোচনে ভারতসহ অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন দারিদ্রর হার ছিল ৫৪ ভাগ, এখন সেটা ২১ ভাগে নেমে এসেছে। আশা করছি আগামীতে এই দেশ সম্পূর্ণ দারিদ্র মুক্ত হবে।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ইউপি চেয়ারম্যান এ কে এম জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান ও ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার।
আর আগে শিল্পমন্ত্রী গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন।