Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা করলেন উপজেলা চেয়ারম্যান

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা করলেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের বিকনা বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়া আবদুল রাজ্জাক হাওলাদারেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সোমবার সকালে রাজ্জাক হাওলাদার উপজেলা পরিষদে আসেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের কাছে অগ্নিকাণ্ডে ঘটনা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। আগুনে তার রোজগারের একমাত্র অবলম্বন দোকান পুড়ে যাওয়ার বর্ণনা দেন। দোকান পুড়ে স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজ্জাক হাওলাদারের অসহায়ত্বের কথা শুনে দোকান ঘর নির্মাণের জন্য ২২খান টিন দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। টিন বিতরণকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ হাওলাদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা এস আর মানিক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।