Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি

জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার :
উজান থেকে নেমে আসা বন্যার পানি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে নদীর পানি ঢুকতে শুরু করেছেবিভিন্ন এলাকায়। কাঁঠালিয়া ও রাজাপুরে বেড়িবাঁধ না থাকায়বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও রাস্তাঘাট। পানিছুই ছুই নদী তীরবর্তী বাসিন্দাদের বসতঘরও। পানিতে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলকরতে পারছে না। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীরপানি স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। শহর ও গ্রামের রাস্তাঘাটও তলিয়ে গেছে।জেলার চার উপজেলার আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।সুগন্ধা নদীর তীরবতী নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, হদুয়া, ইসলামপুর, তেতুল বাড়িয়া এবং বিষখালী তীরবর্তী রাজাপুরের বড়ইয়া, নিজামিয়া, কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০ গ্রামে।