Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / শিক্ষাঙ্গণ / জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ

জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ

মামুনুর রশীদ নোমানী : বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ,পুরুস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ মার্চ বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর সাহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল কাজী আনিসুজ্জামান এএপডব্লিউ,পিএসসি,বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস।
সংবর্ধনা বিকেল চারটায় শুরু হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। এছাড়া শিক্ষার্থীরা গানে গানে সুরে সুরে মাতিয়ে তোলে অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা অংশ নেয়। মডেল কলেজের শিক্ষ গৌরি প্রসাদ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় চারশতাধিক শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয়।
অনুষ্ঠানটি সাউন্ড সিস্টেমের ত্রুটির জন্য উপস্থিত লোকজন এমনকি অনুষ্ঠানের প্রধান অতিথী বিভাগীয় কমিশনার ক্ষোভ প্রকাশ করেন।