স্টাফ রিপোর্টার :
দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ঝালকাঠির মেয়ে সুকন্যা আক্তার মারিয়া সেরার সেরা হয়ে স্বর্ণপদক জয় করেছে। সে একক লোকনৃত্য খ শাখায় প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সুনাম অর্জন করে। সোমবার ঢাকা জাতীয় শিল্পকলা একাডেমিতে সুকন্যার হাতে স্বর্ণপদক তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সুকন্যা ঝালকাঠির মানবিক যুবক সমাজসেবক ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছবির হোসেনের মেয়ে। সুকন্যা জেলা পর্যায়ে বিভিন্ন সময় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করে। সুকন্যা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।