Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আন্তর্জাতিক / জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানের ১৩৯ নাম

জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানের ১৩৯ নাম

ডেস্ক রিপোর্ট :  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসীদের তালিকায় পাকিস্তানের ১৩৯টি নাম যুক্ত হয়েছে। এ তালিকায় হাফিজ সাইদ, দাউদ ইব্রাহিমের মতো ব্যক্তির নাম রয়েছে বলে পাকিস্তানের ‘ডন’ পত্রিকার  খবরে জানানো হয়েছে।

ডনের খবর অনুযায়ী পাকিস্তানের করাচিতে দাউদ ইব্রাহিমের বিলাসবহুল প্রাসাদ রয়েছে। জাতিসংঘের তালিকায় লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদের পাশাপাশি রয়েছে তারই তিন জন ঘনিষ্ঠ সহযোগীর নাম। হাজী মোহাম্মদ মুজাহিদ, আবদুস সালাম এবং জাফর ইকবাল। তিন জনই ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছে।

 মঙ্গলবার প্রকাশ করা তালিকার শুরুতেই রয়েছে ‘দ্বিতীয় লাদেন’ বলে পরিচিত আয়মান আল জওয়াহিরির নাম। কিন্তু কোথায় রয়েছেন জওয়াহিরি? জাতিসংঘের ধারণা, পাক-আফগান সীমান্তবর্তী কোনও এলাকায় থাকতে পারেন তিনি। এদরে পাশাপাশি আল রশিদ ট্রাস্ট, হরকাতুল মুজাহিদিন, জইশ-ই-মোহাম্মদসহ পাকিস্তানভিত্তিক ১৮টি প্রতিষ্ঠান সন্ত্রাসী তালিকাভুক্ত হয়েছে।