Latest News
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কায়েদ ছাহেব হুজুরের স্মরণে ঝালকাঠিতে যুব সমাবেশ অনুষ্ঠিত

কায়েদ ছাহেব হুজুরের স্মরণে ঝালকাঠিতে যুব সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
বিশ্বমানবতার উজ্জল নক্ষত্র, আদর্শ দেশপ্রেমিক, সাম্প্রদায়িক সম্পীতি রক্ষার প্রতীক, দার্শনিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের স্মরণে ঝালকাঠিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ঝালকাঠির নেছারাবাদ কায়েদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের মহাসচিব ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খান, ঝালকাঠি আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আনোয়ার হোসেন আনু, চাঁদপুরী হুজুর আবু সালেহ মোহাম্মদ, যুব সমাবেশ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান পলাশ, তাজুল ইসলাম চৌধুরী, চন্দ্র শেখর হালদার, মাহামুদ হাসান সিহাব চৌধুররী ও সাংবাদিক অলোক সাহা। সমাবেশে বক্তারা কায়েদ ছাহেব হুজুরের আদর্শ সমাজে ছড়িয়ে দিতে সবারপ্রতি আহ্বান জানান।